মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদার: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ইউ এস মডেল হাসপাতাল থেকে পর্ণগ্রাফির দায়ে পার্থ কীর্তনিয়া (৪০) নামে এক ডি এম এফ ডাক্তারকে আটক করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকালে তাকে আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, রাজৈর উপজেলার বৌলগ্রামের সুভাষ কীর্তনিয়ার ছেলে পার্থ কীর্তনিয়া ডি এম এফ ডাক্তার পরিচয়ে টেকেরহাট বন্দরের ইউ এস মডেল হাসপাতালে ডাক্তারী করত। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সাথে মোবাইলের মাধ্যমে প্রেম এবং দৈহিক সম্পর্ক তৈরী করে। এসব ঘটনা সে কৌশলে মোবাইলে ভিডিও করে। পরে সেই ভিডিও দেখিয়ে ওই গৃহবধুর কাছ থেকে বিভিন্ন সময়ে ৫ লক্ষ টাকা নিয়েছে। সর্বশেষ ৫০ লক্ষ টাকা দাবী করলে ওই গৃহবধু উপায়ান্তর না দেখে মাদারীপুর র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পার্থ কীর্তনিয়াকে বুধবার বিকাল ৪ টার দিকে ইউ এস মডেল হাসপাতাল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সবই স্বীকার করেছে। এছাড়াও ইমোতে বিভিন্ন সময় ওই গৃহবধুকে অশ্লীল ছবি পাঠিয়েছে তারও প্রমান পাওয়া গেছে। পার্থ কীর্তনিয়াকে রাজৈর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।