শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদার:মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে । রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট উত্তরপাড় এ ঘটনা ঘটে । নিহত জিরু মাতুব্বর (২৫) মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের ইলিয়াছ মাতুব্বরের ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট উত্তরপাড় নামক স্থানে ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস টেকেরহাট গামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় । এসময় মোটরসাইকেল আরোহী জিরু মাতুব্বর গুরুতর আহত হয় । মুমূর্র্ষ অবস্থায় জিরুকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । রাজৈর থানার ওসি মোঃ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।