বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৭:৫৬ অপরাহ্ন
নিত্যানন্দ হালদার,মাদারীপুর: মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মৌলভী আসমত আলী খান স্টেডিয়ামে আজ বুধবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট/২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ ওবাইদুর রহমান খান,মাদারীপুর পৌর মেয়র মাঃ খালিদ হোসেন ইয়াদ,মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াস,মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসিরউদ্দিন আহমেদ।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের আজকের মেয়েদের ফাইনাল খেলায় শিবচরের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে মাদারীপুর সদর উপজেলার উত্তর ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ণ হওয়ার যোগ্যতা অর্জণ করে।অন্যদিকে ছেলেদের খেলায় শিবচরের ভদ্রাসন বেপারীকান্দি সরকারি প্রাথমিক টাইব্রেকারে ৮-৭ গোলে রাজৈরের মহিষমারী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ণ হবার যোগ্যতা অর্জণ করে।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম ও মঞ্চের অতিথিবৃন্দ।