বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:২৮ পূর্বাহ্ন
জেএম মাহমুদ ইব্রাহীম: মাদারীপুরের সরকারি রাজৈর ডিগ্রি কলেজে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার সকালে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি রাজৈর ডিগ্রি কলেজের শিক্ষক নিতীশ চন্দ্র দাস,মাসুদ হোসেন খান,এমএ জলিল,সুধীর রঞ্জণ টিকাদার,আহসানুল ইসলাম মিনা,নিত্যানন্দ হালদার,জাহাঙ্গীর আলম, মোঃ হায়দার আলী,মোঃ মোজাম্মেল হক,মোঃ আনোয়ার হোসেন,কামরুন্নাহার,জয়ারানী ঘোষ,বিকাশ বিশ^াস,বিশ^াস চন্দ্র মৈত্র,সৈয়দ সিরাজুল ইসলাম,কাজী শাহআলম,উম্মে রুম্মান,পান্না আক্তার, প্রণব মজুমদার,ডলি মৃধা,সত্যজিৎ রায়,মনোরঞ্জন সাহা,নিরঞ্জন বল,রেজাউল মল্লিক,শারমিন জাহান,তনুশ্রী,লুনা মন্ডল,পলাশ সিকদার ও ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ মিয়া।