মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন
জেএম মাহমুদ ইব্রহীমঃ এজাহান নামীয় দুইজন পাকতক আসামী মস্তফা ঢালী(৪৫) ও রফি বেপারী(৪৫ কে গ্রেফতার করেছে র্যাব -৮ মাদারীপুর । মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানায়,র্যাব-৮, সিপিসি-৩, একটি বিশেষ আভিযানিক দল আজ বুধবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার সদর উপজেলার শকুনী লেকপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আসামী মস্তফা ঢালী, পিতাঃ আইজুদ্দিন ঢালী, রফি বেপারী,পিতাঃ মোছলেম বেপারী, গ্রেফতারকৃত আসামীরা উভয় জেলার কালকিনি উপজেলার চরজগমহন এলাকা বাসীন্দা । আটককৃত আসামীদেরকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়।