মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলা মঠেরবাজার থেকে এজাহার নামীয় পলাতক আসামী আনেচ রাঢ়ী(৫০) কে আটক করে র্যাব-৮। আটককৃত আনেচ কালকিনি উপজেলার রাঢ়ীকান্দি এলাকার বদন রাঢ়ী ছেলে ।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানায়, মাদারীপুরের সদর উপজেলার মঠেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় পলাতক আনেচ রাঢ়ী আটক করা হয়। আটককৃত আসামীর নামে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইন এর মামলা রয়েছে । আটককৃত আসামীকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়।