বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:০৪ পূর্বাহ্ন
জেএম মাহমুদ ইব্রাহীমঃ মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.মিঠুন বিশ্বাস, ডা.পিযূষ চন্দ্র মন্ডল ও ডা.উর্মি বৈরাগী করোনা থেকে সুস্থ হয়েছে। এছাড়া রাজৈর থানার পাঁচ পুলিশ এবং উপজেলা পরিষদের চারজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তাদের সুস্থ ঘোষনা করে হোম আইসোলেশন থেকে ছুটি দিয়েছে রাজৈর হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে ঢাকা থেকে আরও ৬ জনের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে অগ্রণী ব্যাংক টেকেরহাট শাখার একজন ও খালিয়া ফায়ার সার্ভিসে কর্মরত একজন রয়েছেন। আক্রান্ত আরও চার জনের মধ্যে উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতীকান্দি গ্রামের ২ জন, পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ একজন ও আলমদস্তা গ্রামের একজন রয়েছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, ১৪ দিন হোম আইসোলেশনে থাকার পর ইউএনও ম্যাডাম, রাজৈর হাসপাতালের তিন ডাক্তার ও পাঁচ পুলিশসহ ১৩ জনের করোনা নেগেটিভ এবং নতুন করে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরে সুস্থদের ছুটি দিয়ে আক্রান্তদের চিকিৎসাধীন রাখা হয়েছে।