শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
মোঃ ইব্রাহীমঃযথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করেছে । কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান,কালো ব্যাজ ধারন, আলোচনা সভা, পুরস্কার বিতরন,মিলাদ মাহফিল, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা । সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য শেষে উপজেলা আসমত আলী খান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া মাদারীপুর-২ আসনের এম.পি’র স্থানীয় প্রতিনিধি ও মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম ফুয়াদ,জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট জালালুর রহমান, পৌর মেয়র শামিম নেওয়জ,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল,রাজৈর থানার ওসি শেখ মোঃ সাদী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন গাজী,খালিয়া ইউপি চেয়ারম্যান মো: হামিদুল শাহ আলম ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন ।