বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৯:০০ অপরাহ্ন
জেএ মাহমুদ ইব্রাহীমঃ ট্রাকের চাপায় তিন সন্তানের জনক এমারত শেখ (৫০) নামে এক ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে । শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে । নিহত এমারত একই উপজেলার গোবিন্দপুর গ্রামের জলিল শেখের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসষ্ট্যান্ডে ঢাকা গামী একটি ট্রাক- একটি ভ্যানগাড়ীকে পিছন থেকে চাপা দিয়ে দ্রুত চলে যায় । এসময় ভ্যানগাড়ীটি দুমড়েমুচড়ে যায় এবং তিন সন্তানের জনক চালক এমারত শেখ (৫০) ঘটনাস্থলেই নিহত হয় ।
রাজৈর থানার ওসি শেখ সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।