বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৭:২৮ অপরাহ্ন
নিত্যানন্দ হালদারঃ মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের শিক্ষাই অনির্বাণ শিখার প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী গোলাম রব্বানী(সোহাগ) এর সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মধ্যে সংগঠনের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে উপজেলার অর্ধশত প্রতিবন্ধী পরিবারের মধ্যে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাহের আলী,শিক্ষাই অনির্বাণ শিখার সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া,অলিয়ার রহমান,সহিদ শিকদার,সুমন হাওলাদার,তায়েবুর রহমা ন,জালাল তালুকদার,অহিদুল ইসলাম প্রমুখ। প্রতিবন্ধীদের প্রত্যেককে একটি করে কম্বল ও এক হাজার করে টাকা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ উপজেলার কয়েক শ প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষা উপকরণ,নগদ অর্থ,খাবার ও বস্ত্র বিতরণ করে আসছে।