বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৭:০১ অপরাহ্ন
রাজৈর নিউজ ডেক্সঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তা’ উদযাপনে বরিশাল,মাদারীপুর ও ফরিদপুরে ৫০০ এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেছে বারিশাল র্যাব -৮ ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ” ১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি এর নির্ধারিত কর্মসূচির মধ্যে আজ শনিবার র্যাব-৮, বরিশাল আয়েজনে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। অত্র ব্যাটালিয়ন আয়েজনে নির্ধারিত বরিশাল জেলার সদর উপজেলার দক্ষিণ সাগরদী রুপাতলী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা,সৈয়দ ফজলুল করিম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও রুপাতলী দারুদসুন্না কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ২০০ জন , পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসায়-১০০ জন , ফরিদপুর তাইবাতুল কোরআন মাদ্রাসায়-১০০ জন ও (৪) মাদারীপুর জামিয়া কারীমিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায়-১০০ জনসহ সর্বমোট ৫০০ জন এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাদ্য বিতরণ করা হয়।
এ সময় ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র্যাব সদস্যদের অংশগ্রহণে করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এতিম শিশুদের মাঝে এ খাদ্য বিতরণ কর্মসূচি করা হয়। খাবার পেয়ে সকল এতিম শিশু খুবই আনন্দিত হয়। খাবার গ্রহণের পূর্বে অফিসার, ডিএডি ও অন্যান্য র্যাব সদস্য এবং এতিমখানা মাদ্রাসার মুহতামীম, ইমাম ও এতিম শিশুদের অংশগ্রহণে দুই হাত তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও তাঁর শহিদ পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করা হয়। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত খাদ্য বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।