বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৯:৩৩ পূর্বাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ দুই গ্রুপের পাল্টাপাল্টি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারীপুরের রাজৈরে শান্তিপুর্নভাবে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ১০টার সময় উপজেলা আওয়ামলীগ অফিসে জেলা আওয়ামীলীগ সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্যা সমর্থিত রাজৈর উপজেলা ছাত্রলীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে বর্নাঢ্য ও জমকালো বিশাল র্যালী বের করে । র্যালীটি উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ অফিসে এসে শেষ হয়। এসময় সেখানে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, মেয়র শামীম নেওয়াজ, নবনির্বাচিত মেয়র নাজমা রশিদ , মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ ।
অপরদিকে এর পরপরই আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি সমর্থিত ছাত্রলীগের আরেকটি গ্রুপ আওয়ামীলীগ অফিসে না গিয়ে আছমত আলী খান অডিটরিয়ামে একই ধরনের অনুষ্ঠান পালন করেন। এ গ্রুপটি সরকারি ভোকেশনাল ইনিষ্টিটিউট থেকে র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আছমত আলীখান অডিটরিয়ামে গিয়ে শেষ করে। হাসিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য সাজাহান খান এমপি তনয় কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান, সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ, মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমার সফিক খান, মাদারীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুবেল খান, শ্রমিকলীগ সভাপতি সাহাবুদ্দিন সাহা, মাদারীপুর জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফরিদা হাসান পলবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, পৌর আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল ও যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ উপস্থিত ছিলেন। কোন সংঘাত ছাড়াই পাল্টাপাল্টি অনুষ্ঠান দুটি শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ওসি শেখ সাদিক জানান, এরূপ খবর পাওয়া আমরা রাজৈরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছিলাম।