বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে একটি বড় হার্ডওয়ারের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্সের পূর্বপাশের রেজাউল খালাসির রেজা হার্ডওয়্যারের দোকানটি সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে আগুনের সুত্রপাত হয়। হার্ডওয়ারের দোকান হওয়ায় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় রেজা এন্টারপ্রাইজের ৪ শাটারের একটি বড় দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। আশপাশের বেশ কয়েকটি দোকানও কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে রাজৈর,মাদারীপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ২ ঘন্টা চেষ্টার পর রাত ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজৈর ফায়ার সার্ভিসের লিডার সালাউদ্দিন লস্কর জানান, আগুনের সুত্রপাতের কারন জানা যায়নি। রাজৈর, মাদারীপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে