বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৯:০৩ পূর্বাহ্ন
শিব শংকর রবিদাসঃ “৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো” পৌছে দেওয়ার প্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের “১০ উপজেলায়” শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শিবচরে অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ বদরুল আরেফিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
জানা যায়, “৫৬ হাজার বর্গ মাইলের শিল্প সংস্কৃতির আলো” পৌছে দেওয়ার প্রেরণায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের “১০ উপজেলায়” শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার সন্ধায় শিবচর উপজেলা চৌধুরী ফিরোজা বেগম মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ২দিন ব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি শিবচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে। অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন । মঙ্গলবার রাতে ২য় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক উৎসব সমাপ্তি ঘোষনা করা হবে।