রাজৈরে আজ বুধবার ১৩ই জানুয়ারি মুজিববর্ষের কর্মসূচি হিসাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা সেমিনার কক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব মিয়া।
সেমিনারটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব আব্দুর রহমান। সেমিনারে খাদ্যে নিরাপদতা শীর্ষক একটি পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন ও জনসচেতনামুলক টিভিসি প্রদর্শন করা হয়৷
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, তদন্ত ওসি রাজৈর থানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা।তারা সেমিনারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সাধারণ ভোক্তারা।
Comments