শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:১২ পূর্বাহ্ন
প্রদ্যুৎ কুমার সরকারঃআসন্ন পঞ্চম ধাপের নির্বাচনে মাদারীপুরের শিবচর পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: আওলাদ হোসেন খান। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী হিসেবে আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ পর্যন্ত অন্য কোন দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামীলীগ প্রার্থী বিজয়ের পথে রয়েছেন।
জানা যায়, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রæয়ারী শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকালে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: আওলাদ হোসেন খান রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে নির্ধারিত সময় বিকেল ৫ টা পর্যন্ত অন্য কোন দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। এদিন ওয়ার্ড কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ৪ জনসহ ৩১ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ২ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ২ জন ও ৭,৮,৯ নং ওয়ার্ডে ৩ জনসহ ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৪ ফেব্রæয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই, ১১ ফেব্রæয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ১২ ফেব্রæয়ারী প্রতীক বরাদ্দ ও ২৮ ফেব্রæয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৪৮ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটারসহ মোট ১৭ হাজার ৯ শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে ৩১ প্রার্থী ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।