শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০২ পূর্বাহ্ন
নিত্যানন্দ হালদারঃ ঢাকাস্থ চন্দ্রিমা সনাতন সংঘের উদ্যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনকের সমাধি দর্শন,মাদারীপুরের কদমবাড়ী মহামানব গনেশ পাগল সেবাশ্রম সংঘ ও বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠ তীর্থ দর্শন করেন সংঘের ২ শতাধিক সদস্য। তীর্থ দর্শন শেষে বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভার আয়োজন করা হয়।
তীর্থ ভ্রমণকারী দলের আহবায়ক প্রকৌশলী চিন্ময় গোলদার জানান, ঢাকাস্থ চন্দ্রিমা সনাতন সংঘের উদ্যোগে দুই শতাধিক তীর্থ যাত্রী নিয়ে শুক্রবার সকালে ফার্মগেট খামারবাড়ী থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতির জনকের সমাধি দর্শন, ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রার্থনা করেন। পরে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী মহামানব গনেশ পাগল সেবাশ্রম সংঘের বিভিন্ন মন্দির দর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা সনাতন সংঘের প্রধান উপদেষ্টা মাদারীপুর জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর,চন্দ্রিমা সনাতন সংঘের সভাপতি এ্যাড.বিনয় কৃষ্ণ পোদ্দার,তেজ গাঁ মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা,চন্দ্রিমা সনাতন সংঘের সাবেক সাধারন সম্পাদক তাপস কুমার সাহা,দাতা সদস্য পলি শূর,চন্দ্রিমা সনাতন সংঘের অন্যতম সদস্য ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস,সদস্য সচিব প্রদীপ কুমার সরকার প্রমুখ।
পরে শ্রীশ্রী প্রণব মঠ ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা বিশ্ববরেণ্য যুগাচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের প্রতিষ্ঠিত বাজিতপুর শ্রীশ্রী প্রণব মঠের বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করেন। পরবর্তীতে মঠের প্রবীন সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ঈশ্বরানন্দজী মহারাজের সভাপতিত্বে প্রভাষক ও সাংবাদিক নিত্যানন্দ হালদারের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রিমা সনাতন সংঘের উপদেষ্টা কমিটির সদস্য মাদারীপুর জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা,অধ্যাপক ড.রবীন্দ্রনাথ মন্ডল,চন্দ্রিমা সনাতন সংঘের সভাপতি এ্যাড.বিনয় কৃষ্ণ পোদ্দার,তাপস কুমার সাহা, সদস্য সচিব প্রদীপ কুমার সরকার আশিষ,মাদারীপুর শ্রীশ্রী প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ প্রমুখ। আলোচনা শেষে সংঘের সদস্যদের মধ্যে শুভেচ্ছা পুরষ্কার বিতরণ করেন সংঘের নেতৃবৃন্দ।