শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৫ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছানোয়ার সরদার গ্রুপের ৫ জনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ রহিম সিকদার গ্রুপের লোকজন। আহত ৫ জনের মধ্যে গুরুতর আহত রুবেল মাতুব্বর (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছানোয়ার সরদারের লোকজন প্রতিপক্ষের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালায়। মঙ্গলবার রাতেই রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত রুবেল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী বুধবার রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ডোনেরহাট খোলা বাজার জামে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে খিচুরি বিতরণকে কেন্দ্র করে ছানোয়ার সরদার গ্রুপ ও রহিম শিকদার গ্রুপের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ ঘটনার জের ধরে ১১ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে পার্শ্ববর্তী বৈরাগীর বাজার থেকে বাড়ী ফেরার পথে রহিম শিকদারের লোকজন সানোয়ার মাতুব্বরের ৫ জনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত রুবেল মাতুব্বর (২৫) ও লিটন শেখকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ হামলার ঘটনায় ছানোয়ার সরদার বাদী হয়ে রাজৈর থানায় একটি মামলা দায়ের করে। এরপর ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মাতুব্বরের মৃত্যু হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পরলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় ১৫/২০ টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, কয়েকদিন আগে একটি হামলার ঘটনা ঘটেছিল। পরে খবর পেলাম রুবেল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা গেছে। রাতেই পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ঐ এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।