বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৮:০৬ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃমাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় এক দল হামলাকারী । এ হামলায় কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয়েছে । গুরুতর আহত ৩ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । হামলাকারীরা এসময় দোকনপাটে ভাংচুর ও লুটপাট চালায় । রবিবার সকাল ১০টার সময় এ ঘটনা ঘটে । হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছে। পরে পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়।
টেকেরহাট বন্দরের ব্যবসায়ীরা জানায়, রবিবার সকাল ১০টার দিকে উপজেলার টেকেরহাট বন্দরের মহাজনপট্রির আদি মা ল²ী ভান্ডারের মালিক শ্যামল কুন্ডুর সাথে অটোভাড়া নিয়ে পার্শ্ববর্তী টেকেরহাট পূর্ব সরমঙ্গল গ্রামের অটোচালক ওসমান খাঁর কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । পরে অটোচালক ওসমান খাঁ তার নিজ এলাকা বাঘাবাড়ী গিয়ে ২০/২৫ কিশোারকে নিয়ে এসে ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা চালায়। তারা দোকানপাট ভাংচুর ও লুটপাটও করে । এসময় কমপক্ষে ১০ জন ব্যবসায়ী আহত হয় । হামলা ঠেকাতে গিয়ে নিরীহ ব্যবসায়ীরাও মারধোরের শিকার হন। মারাতœক আহত আশিক ফকির (২৫), রুবেল শাহরিয়ার (৩০) ও শ্যামল কুন্ডুকে (৫০) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় । পরে ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে । রাজৈর পৌর যুবলীগের সভাপতি সোহেল খান এবং রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম ব্যবসায়ীদের সাথে একাত্বত্া ঘোষনা করে। খবর পেয়ে রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ ও ওসি শেখ সাদিক ঘটনাস্থলে এসে ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা দোকান খুলতে সম্মত হয়।
টেকেরহাট বণিক সমিতির সাধারন সম্পাদক কেরামত ফকির জানান, এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। মেয়র ও ওসি আমাদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছেন। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করব।
রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ব্যাপারে ব্যবসায়ীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।