শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৫:৪০ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়া (৭২) আর নেই । তিনি মঙ্গলবার ভোর সাড়ে পাচঁটায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে…………রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন । তিনি ১৯৪৮ সালে ১ ডিসেম্বর উপজেলার পুর্ব সরমঙ্গল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবন শেষে তিনি একটি চাকরি করতেন । পরে তিনি চাকরি ছেড়ে বাম রাজনীতিতে প্রবেশ এবং কমিউনিষ্ট (ন্যাপ) পার্টিতে যোগ দেন। পরিশেষে আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন । কমিউনিষ্ট পার্টিতে থাকা অবস্থায়ও তিনি অনেকগুলো নির্বাচন করেছিলেন। শেষ জীবনে এসে ২০১৯ সালে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের ব্যানারে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি সমস্যায় ভূগছিলেন। অবশেষে মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মুত্যুতে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সেক্রেটারী কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ,সাবেক রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ, রাজৈর উপজেলা প্রেসক্লাবসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছের। রাষ্ট্রীয় মর্যাদায় বিকাল ৪টায় উপজেলা চত্তরে তার প্রথম নামাজে জানাযা ও বাদ আছর টেকেরহাট আলিয়া মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।