শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে ইজিবাইকসহ ছিনতাই চক্রের এক নারী সদস্যকে আটক করেছে রাজৈর থানা পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে আটক করা হয়। আটক শারমিন আক্তার উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী। রাজৈর থানার এস আই মীর নাজমুল হোসেন জানান, মাগুরা এলাকার হৃদয় নামে এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে শারমিনকে নিয়ে চরমস্তফাপুর থেকে ইজিবাইক ভাড়া করে টেকেরহাটের দিকে রওনা হয়। পথিমধ্যে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে দিয়ে হৃদয় নিজে ইজিবাইক চালিয়ে টেকেরহাটের দিকে চলে যায়। এসময় স্থানীয় জনতা টের পেয়ে হৃদয়কে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বর্তমানে ইজিবাইক চালক সোহান এবং ছিনতাইকারী হৃদয় রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন।