শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে আলোচিত দাদন চোকদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার দুই সপ্তাহের মাথায় হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী এজাহারভুক্ত আসামী আরমান শেখকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এছাড়াও এক বিকাশকর্মীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের ৪৮ঘন্টার মধ্যে রিফাত মাদবর ও নজরুল ইসলাম কালু নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভাধীন পূর্ব শ্যামাইল গ্রামে জমি নিয়ে বিরোধে পূর্বশত্রুতার জেরে দাদন চোকদার নামে এক কৃষককে কুপিয়ে শরীর থেকে পা বিচ্ছিন্ন করা হয়। পরে মাথা, বুকসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় দাদন চোকদারের। এ ঘটনায় ওইদিন রাতে নিহত দাদনের ভাই পান্নু চোকদার বাদী হয়ে শিবচর থানায় মামলা করে। এসআই রবিউল ইসলামের নেতৃতে শিবচর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে ঢাকার কাপ্তান বাজার থেকে এজাহারভুক্ত আসামী আরমান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার দুপুরে আসামীকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে গত ০৬ ডিসেম্বর উপজেলার বহেরাতলা দক্ষিন ইউনিয়নের সিঙ্গাপুর জোড়া ব্রিজ এলাকায় ছিনতাইয়ের বিকাশকর্মীকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। এসআই রাম প্রসাদের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে বুধবার রাতে বহেরাতলা দক্ষিণ থেকে রিফাত মাদবর(২৪), নজরুল ইসলাম (কালু) (৩৫) এই দুই ছিনতাইকারীকে আটক করে । আটক ছিনতাইকারী রিফাত মাদবর বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের মোসলেম মাদবরের ছেলে ও নজরুল ইসলাম কালু একই গ্রামের মৃত সামচু কাজীর ছেলে। দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ।
শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, এজাহারভুক্ত আসামী আরমান শেখ দাদন হত্যায় সরাসরি সম্পৃক্ত। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নিহত দাদন এরআগে হামলা চালিয়ে একজনের পা ভেঙ্গে দিয়েছিল। সেই ঘটনার সুত্র ধরে দাদনের পা কেটে ফেলা ও হত্যার উদ্দ্যেশেই এ হামলা চালানো হয়। তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। কাঁটা পাসহ বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া বহেরাতলা থেকে ছিনতাইকৃত টাকাসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে শিবচর থানা পুলিশ। আটকৃতদের স্বীকারোক্তি মতে ৪০হাজার টাকা উদ্ধার করেছে।