টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হবে। মৎস সপ্তাহ উদযান উপলক্ষে আজ রবিবার ২য় দিন বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে র ্যালী, মাছ চাষীদের মধ্যে সংবর্ধনা স্মারক প্রদান ও উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে এক আলোচনা সভা মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, রাজৈর থানা তদন্ত কর্মকর্তা সঞ্জয় ঘোষ, রাজৈর উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম প্রমুখ।