টুটুল বিশ্বাস , রাজৈর(মাদারীপুর) প্রতিনিধি: ২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সরকারি/প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ বিতরণ/ অবমুক্ত করা হয়েছে।সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজৈর উপজেলা চত্বর মাঠ সংলগ্ন পুকুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ মৎস্য অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর হতে জানাযায়, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাজৈর উপজেলার ২৮ সরকারি/প্রাতিষ্ঠানিক পুকুর এবং ০৪ টি বিলে মোট ৯৮২.৪৫৬ কেজি রুই জাতীয় মাছের পোনা এবং ১৪৫.৮৩৩ কেজি শিং মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও জনাব আনিসুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা , জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ আনিসুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা , রাজৈর থানার ইনচার্জ আলমগীর হোসেন , সংশ্লিষ্ট সুফলভোগীবৃন্দ, উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
Comments