মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
এসময় তিনি বলেন, কাজের মাধ্যমে জান্নাতে যেতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করবো। সকলের ঊর্ধ্বে জনসাধারনের জান মালের নিরাপত্তা, পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক আর একটি জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে। আমি নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করবো। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।