টুটুল বিশ্বাস , রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শন, রেলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক বাবুল, রাজৈর উপজেলা প.প.কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল মেরাজ, রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, উপজেলা েসমাজসেবা কর্মকর্তা মোঃ ফজলুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য নূর জাহান পারুল ও পাইকপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মোল্লা প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সরকারী বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্ধ উপস্থিত ছিলেন।
Comments