মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
এক্সপ্রেসওয়ের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৯, আহত ১৫ শিবচরে স্কুলগামী শিশু ছাত্রীকে ধর্ষন, ৬০ উর্ধ্ব চাতাল মালিক গ্রেফতার ছবির শুটিংয়ে এসে শিবচরের দৃষ্টিনন্দন স্থাপনা দেখে নায়ক ফেরদৌসের মুগ্ধতা , ফেসবুকে ২টি ভিডিও পোস্ট পদ্মা পাড় ও দক্ষিনাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম ও পদ্মা সেতুর বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা “দখিন দুয়ার”# নায়ক ফেরদৌস,নায়িকা শিমলাকে নিয়ে শুটিং চলছে পদ্মার পাড়ে রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার বিএনপি নির্বাচনে বৈধ নির্বার হওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলছে- শাজাহান খান অনন্ত দশ মহাকালী পূজা উপলক্ষে মাদারীপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান ইউনিয়ন পরিষদে বসে না ইউপি সচিব, টাকার ঘ্রাণ ছাড়া মেলে না দেখা বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল–রাজৈরে শাজাহান খান এমপি এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার হবে পদ্মার পাড়ে -চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
সোনার নৌকার পুরস্কারের নৌকা বাইচে আড়িয়াল খাঁ নদের দু পাড়ের ৪ কিলোমিটার জুড়ে দীর্ঘ মেলা

সোনার নৌকার পুরস্কারের নৌকা বাইচে আড়িয়াল খাঁ নদের দু পাড়ের ৪ কিলোমিটার জুড়ে দীর্ঘ মেলা

Shibchar Boat Race GoldCup-1 copy

add 720x200

শিব শংকর রবিদাসঃ সোনার নৌকার পুরস্কারের নৌকা বাইচে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদের দু পাড়ের ৪ কিলোমিটারজুড়ে দীর্ঘ মেলা বসে এক বিরল দৃশ্যের অবতারনা হয়। আবাল বৃদ্ধ বনিতাসহ হাজার হাজার দর্শনার্থী নদীতে নৌকা বাল্কহেডসহ বিভিন্ন নৌযানে ও নদীর পাড়জুড়ে অবস্থান নিয়ে বাইচ উপভোগ করেন। বাইচ উপভোগ করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অতিথিরা। বিজয়ী হয়ে সৌনার নৌকা জিতে নেন মিলন হাওলাদারের শিবচর এক্সপ্রেস নামক বাচারী নৌকা ।

সরেজমিন জানা যায়, শনিবার বিকেলে মাদারীপুরের শিবচরের উত্তরবহেরাতলার আড়িয়াল খাঁ নদে আয়োজন করা হয় বাচারী নৌকা বাইচ। প্রধান অতিথি হিসেবে অংশ নেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এতে প্রথম পুরস্কার ঘোষনা দেয়া হয় স্বর্নের নৌকা। এছাড়াও অংশগ্রহনকারীদের দেয়া হয় টিভি ফ্রীজ। বিশাল এ নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি বিশাল আকারের বাচারী নৌকা আসে। সোনার নৌকার বাইচ দেখতে নদী পাড়ের দীর্ঘ এলাকাজুড়ে হাজার হাজার মানুষ ভীড় করে। বসে দীর্ঘ গ্রামীন মেলা। অনেকে আসে নৌকা নিয়ে অনেকে বাল্কহেড ভাড়া করে অনেকে আসে স্পীডবোট নিয়ে। তরুনরা হাজির হয় সাউন্ড সিস্টেমসহ। সবমিলিয়ে অপূর্ব এক মিলন মেলায় রুপ নেয় আড়িয়াল খার পার। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ দলবেঁধে উত্তর বহেরাতলার চর টেকেরহাট এলাকায় আড়িয়াল খার পাড়ে আসতে শুরু করে। বাইচ প্রতিযোগীতায় মিলন হাওলাদারে শিবচর এক্সপ্রেস নামক নৌকা প্রথম স্থান অধিকার করে। ওসমান তালুকদারের নৌকা দ্বিতীয় ও জব্বার মাদবরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। সন্ধার পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। নৌকা বাইচ অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মো: মাসুদ আলম, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, সহকারী পুলিশ সুপার মো: আনিসুর রহমান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

মাদারীপুরের শিরখাড়া থেকে আসা দর্শনার্থী রাকিবুল হাসান বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে পরিবারের সবাইকে নিয়ে এসেছি। ট্রলারে ঘুরে নৌকা বাইচ দেখে খুব আনন্দ লাগলো। নৌকা বাইচের বড় আকর্শন ছিল প্রথম পুরস্কার স্বর্নের নৌকা।

আরেক দর্শনার্থী সাবিনা আক্তার বলেন, জীবনে প্রথম নৌকা বাইচ দেখলাম। সোনা দিয়ে বানানো নৌকা ছিল প্রথম পুরস্কার। আমার মত হাজার হাজার মানুষ বাইচ দেখতে এসেছে। খুব আনন্দ করলাম ট্রলারে ঘুরে ঘুরে বাইচ দেখে। প্রতি বছর যেন ঐহিত্যবাহী এই নৌকা বাইচের আয়োজন করা হয় এটাই আয়োজকদের কাছে দাবী।

আরেক দর্শনার্থী হাবিবুর রহমান বলেন, নৌকা বাইচ হচ্ছে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। নতুন প্রজন্মতো নৌকা বাইচ কি তা জানেই না। আজকের এই বাইচের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার এই ঐহিত্য সম্পর্কে জ্ঞান লাভ করবে।

নৌকা বাইচের আয়োজক উত্তর বহেরাতলা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হায়দার বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে এই বাচারী নৌকা বাইচের আয়োজন করেছি। প্রথম পুরস্কার স্বর্নের নৌকাসহ সকলের জন্যই আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সকলের সহযোগীতায় প্রতি বছরই বাইচের আয়োজন করা হবে।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

add 720x200

Leave a Reply




add 300x600

উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক