টুটুল বিশ্বাসঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে করে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ( ৫ নভেম্বর) শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন, জাতীয় সংঙ্গীত পরিবেশন, বর্নিল আনন্দ র্যালি, অতিথি ও দর্শকদের ফুল দিয়ে বরন ও সফল সমবায় সংগঠককে চেক বিতরণের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
পরে উপজেলার আচমত আলী খান অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার মো মোহসিনুজ্জামান ও সমবায় নেতা মশিউর রহমান মুন্না এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদুল মেরাজ, মৎস্য কর্মকর্তা রিপন মল্লিক, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাইউম, বিআরডিবি এর চেয়ারম্যান রুহুল আমিন মাতুব্বর, রাজৈর কলেজে সাবেক উপাধ্যক্ষ আব্দুল হাশিম সিপাহী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো মতিয়ার রহমানসহ প্রমূখ।
পরে তিনটি সমবায় সংগঠনকে এক লাখ টাকা চেক করে মোট তিন লাখ টাকার চেক প্রদান করা হয়।
Comments