মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন
ঘটনাটি ঘটেছে রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ডের পাট্টাবুকা গ্রামে। আসামি হাসান একই এলাকার সহিদ তালুকদারের ছেলে। সে এবং তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছে বলে জানিয়েছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে বলে জানা গেছে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানায়, বাবা খারাপ প্রকৃতির হওয়ায় মামা বাড়ি থেকে পড়ালেখা করে ওই ছাত্রী। গত ৮ নভেম্বর বিকেলে তার বাবার সাথে মোবাইলে কথা বলিয়ে দেয়ার জন্য ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেয় হাসান। পরে তাকে ঘরে ঢুকিয়ে গলায় ছুরি ঠেকিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার চেষ্টা চালায়। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ওই ছাত্রীকে হত্যার হুমকি দিয়ে হাসান পালিয়ে যায়। একপর্যায়ে মামা বাড়ির লোকজনের কাছে ঘটনাটি জানালে ১২ নভেম্বর রাজৈর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন তার মামা ইব্রাহীম।
ভুক্তভোগী ছাত্রী জানায়, বাবার সাথে কথা বলা শেষে মোবাইল ফেরত দেওয়ার জন্য আমাকে ঘরে ডেকে নেয় হাসান। পরে দরজা বন্ধ করে আমার গলায় ছুরি ধরে তাদের ঘরের ভিতরে গোসলখানায় নিয়ে যায়। আমার সব কিছু খুলে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় এবং মুখের ভিতরে তার পুরুষাঙ্গ প্রবেশ করায়। এসময় বাহিরে লোকজনের শব্দ পেয়ে আমাকে কারো কাছে কিছু বললে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। আমি হাসানের কঠোর শাস্তি চাই।
ভুক্তভোগীর মামি জানায়, হাসানের বাড়ি থেকে আসার পর ভাগ্নীকে স্তব্ধ দেখে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে কান্না করতে করতে ঘটনাটি জানায়। পরে আমার স্বামী রাজৈর থানায় মামলা করেছে। এমন ঘটনা যেন আর কারো মেয়ের সাথে কেউ না ঘটাতে পারে সেজন্য সরকারের সঠিক বিচার দাবি করি।
রাজৈর থানার ওসি মো.আলমগীর হোসেন জানান, আসামিকে ধরার জন্য তার বাড়িতে তিনবার রেট দেওয়া হয়েছে। আমরা তাকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালাচ্ছি।