শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট স্বামী-স্ত্রী এবং তাদের এক
সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ঘোষালকান্দি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামিদের রাজৈর থানায় হস্তান্তর করেছে র্যাব। এ বিষয়ে থানায় মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ঘোষালকান্দি গ্রামের মাদক সম্রাজ্ঞী লায়লা বেগম ওরফে জীবন, তার স্বামী আল-আমীন বেপারী ও তাদের সহযোগী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের বিরেন বৈদ্যের ছেলে বিবেক বৈদ্য।
রাজৈর থানার এসআই (সেকেন্ড অফিসার) মীর নাজমুল হাসান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, স্বামী ও সহযোগীসহ মাদক ব্যবসায়ী লায়লা ওরফে জীবনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে রাজৈর থানায় হস্তান্তর করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভংকর তাদের জেল হাজতে প্রেরণ করেন। তিনজনই বিশিষ্ট মাদক ব্যবসায়ী।