বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈর থেকে এক নবজাতকের গলিত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কবিরাজপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পিছনে পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কবিরাজপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পিছনে সিরাজ মিয়ার পরিত্যক্ত পুকুরে একটি নবজাতকের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশটি উদ্ধার করে এলাকাবাসীর সহায়তায় দাফনের ব্যবস্থা করে।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, সোমবার সকালে একটি নবজাতকের গলিত লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়েছে।
Comments