শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ‘ক’ গ্রুপ থেকে দেশসেরা হয়েছে মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সায়ন্তিকা বাড়ৈ ইন্দু। গত ১২ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘ক’ গ্রুপ থেকে দেশসেরা হিসাবে সনদপত্র ও ল্যাপটপ গ্রহন করে সায়ন্তিকা বাড়ৈ।
জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক,মাদারীপুর জজ কোর্টের এজিপি এ্যাড.বিদ্যুৎ কান্তি বাড়ৈ ও মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি অধিকারীর ময়ে সায়ন্তিকা বাড়ৈ ইন্দু লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে কৃতিত্ব অর্জন করে আসছে।সায়ন্তিকা ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির প্রভাতী শাখার ছাত্রী। সায়ন্তিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ‘ক’ গ্রুপ থেকে দেশসেরা হওয়ার যোগ্যতা অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। সায়ন্তিকার কৃতিত্বে আনন্দের জোয়ার বইছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে।সায়ন্তিকার এ কৃতিত্বে বিদ্যালয়টি সুনাম কুড়িয়েছে জেলার সর্বত্র।
লোকসংস্কৃতি ও ইতিহাস সন্ধানী লেখক কবি সুবল বিশ^াস বলেন,এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। সায়ন্তিকার সাফল্য শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আমার বিশ্বাস।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র দাস বলেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়ন্তিকা বাড়ৈ ‘ক’ গ্রুপ থেকে দেশসেরা হওয়ায় তিনি আনিন্দিত ও গর্বিত। এতে বিদ্যালয়ের সুনাম যেমন বেড়েছে,তেমনি মাদারীপুরেরও সুনাম উজ্জল হয়েছে।সায়ন্তিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনের আগ্রহ আরো বাড়বে বলে তিনি আশা করছেন।
মাদারীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ খান বলেন,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সায়ন্তিকা বাড়ৈ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে দেশসেরা হওয়ায় জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি।সায়ন্তিকা মাদারীপুর জেলার মান উজ্জল করেছে। আগামীতে তাকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তিনি আরো বলেন,এ জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের খুদে শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ গ্রহন করার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।