শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসমা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাদের বাড়ি থেকে ২ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাজৈর থানার পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, সে কাঁঠাল গাছের ডালে সুতা দিয়ে বেঁধে মাদক সংগ্রহ করে রাখতো। আমরা গোপন সংবাদ পেয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, এখানে কেউ মাদক ব্যবসা করতে পারবে না, করলে তাকে রাজৈর ছাড়তে হবে। এরকম হুশিয়ার করার পরও তারা আমাদের কথা শুনেনি।