শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন
ঢাকায় মেট্রোরেল উদ্বোধন অনুষ্ঠান শেষে নিজ নির্বাচনী এলাকায় আসেন তিনি। এসময় ঢাক-ঢোল বাজিয়ে ব্যপক আনন্দ উল্লাসের মাধ্যমে ফুলের মালা পড়িয়ে শাজাহান খানকে সংবর্ধনা দেন স্থানীয় নেতাকর্মী ও জনগণ।
এসময় শাজাহান খান বলেন, বিএনপি-জামাত সহ আওয়ামীলীগ বিরোধী দলগুলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য বিভিন্ন স্বরযন্ত্র ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। আমরা সব স্বরযন্ত্র, চক্রান্ত, নাশকতা মোকাবেলা করে শেখ হাসিনাকে পুনরায় আবার ক্ষমতায় রাখতে চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের এমপির স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রেজন, রাজৈর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাহিম হাওলাদার, পৌরসভা যুবলীগের সভাপতি শাহীন খা, খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহালম মিয়া, হোসেনপুরের সাবেক চেয়ারম্যান চুন্নুসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী প্রমুখ।