শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
অমর একুশে বইমেলা-২০২৩ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে সাজ্জাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের শোকবার্তা’। বইটি প্রকাশ হবে সৃজনশীল প্রকাশনা সংস্থা দূরবীণ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটির বিক্রয় মূল্য ২৫০ টাকা।
সাজ্জাদ হোসেন এর জন্ম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কুঠিবাড়ি গ্রামে। পিতা মোঃ মতিয়ার রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। মা সেলিনা বেগম রাজৈর বেপাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাজ্জাদ হোসেন পড়াশোনা করেছেন রাজৈর বেপাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজৈর গোপালগঞ্জ কে.জে.এস. পাইলট ইন্সটিটিউট এ। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত।
পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। বর্তমানে তিনি ভয়েস অব রাজৈর এর বার্তা সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।