মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
এক্সপ্রেসওয়ের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৯, আহত ১৫ শিবচরে স্কুলগামী শিশু ছাত্রীকে ধর্ষন, ৬০ উর্ধ্ব চাতাল মালিক গ্রেফতার ছবির শুটিংয়ে এসে শিবচরের দৃষ্টিনন্দন স্থাপনা দেখে নায়ক ফেরদৌসের মুগ্ধতা , ফেসবুকে ২টি ভিডিও পোস্ট পদ্মা পাড় ও দক্ষিনাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম ও পদ্মা সেতুর বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা “দখিন দুয়ার”# নায়ক ফেরদৌস,নায়িকা শিমলাকে নিয়ে শুটিং চলছে পদ্মার পাড়ে রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার বিএনপি নির্বাচনে বৈধ নির্বার হওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলছে- শাজাহান খান অনন্ত দশ মহাকালী পূজা উপলক্ষে মাদারীপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান ইউনিয়ন পরিষদে বসে না ইউপি সচিব, টাকার ঘ্রাণ ছাড়া মেলে না দেখা বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল–রাজৈরে শাজাহান খান এমপি এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার হবে পদ্মার পাড়ে -চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
৬৯ এর ১ ফেব্রুয়ারী গণ অভ্যুত্থানে বৃহত্তর ফরিদপুর জেলার প্রথম শহীদ মহানন্দ সরকারের আত্মত্যাগ স্মৃতি ধরতে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ

৬৯ এর ১ ফেব্রুয়ারী গণ অভ্যুত্থানে বৃহত্তর ফরিদপুর জেলার প্রথম শহীদ মহানন্দ সরকারের আত্মত্যাগ স্মৃতি ধরতে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ

7D9FE1DC-CE1B-462A-86FE-AF9C5845CC0A

add 720x200

নিত্যানন্দ হালদার, মাদারীপুরঃ ১৯৬৯ এর অগ্নিঝরা গণঅভ্যুত্থানে বৃহত্তর ফরিদপুর জেলার মধ্যে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন মাদারীপুরের খালিয়ার অষ্টম শ্রেণির সাহসী ছাত্র মহানন্দ সরকার। অর্ধ শতাব্দী বছর পরে বর্তমান সরকার মহানন্দের মহান আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতে নির্মাণ করেছে স্মৃতি সৌধ। এতে শহীদ পরিবারসহ এলাকাবাসী উচ্চসিত। স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় শহীদ মহানন্দ সম্পর্কে জানার কৌতুহল জাগছে সর্বস্তরের জনগনের মধ্যে।

জানা যায়,১৯৬৯সালের ১লা ফেব্রুয়ারী অগ্নিঝরা দিনে মহানন্দ সরকার বৃহওর ফরিদপুর জেলার বর্তমানে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে টোল অফিস (পুলিশ ফাঁড়ি) ঘেরাও করার সময় পাকিস্তানি পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন। তখন তিনি ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র। কিশোর এ বীরের গৌরবগাথা স্মৃতি ধরে রাখার জন্য দীর্ঘ ৫৩ বছর পর তার নিজ গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে সরকারি অর্থায়ণে নির্মাণ করা হয়েছে মহানন্দ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।এতে আনন্দিত ও উচ্চসিত এলাকাবাসী। বর্তমান সরকারের কাছে শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসীর দাবী শহীদ মহানন্দ সরকারকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মাণ দেওয়ার।বিগত বছরগুলোতে ১ ফেব্রুয়ারী শহীদ মহানন্দ সরকারের পৈত্রিক নিবাস রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামের বাড়িতে এ উপলক্ষ্যে মহানন্দ সরকারের আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশিদের আর্থিক সহায়তায় কিছু ইট বালু দিয়ে স্মৃতিসৌধ তৈরি করে তাতে ফুল দিয়ে এলাকাবাসী শ্রদ্ধা নিবেদন করতেন এবং স্মরণ সভা,পদাবলী কীর্তন ও কবিগানের আয়োজন করে আসছিলেন। বর্তমান সরকার স্মৃতি সৌধ নির্মাণ করায় শহীদ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী জলিরপাড় জে.কে.এম.বি মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রাক্তণ শিক্ষক ও প্রবীন আওয়ামী লীগ নেতা জগদীশ চন্দ্র বিশ্বাসের স্মৃতির পাতা থেকে ও শহীদ মহানন্দ সরকারের সহপাঠী ঢাকা সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.অরুণ কুমার গোস্বামী জানান, ১৯৬৯এর গণআন্দোলনের সময় ছাত্র-জনতা জলিরপাড়ে আন্দোলন শুরু করেন। কিন্তু তৎকালীন জলিরপাড় ইউপি চেয়ারম্যান নিত্যরঞ্জণ মজুমদার, প্রভাবশালী মুসলিমলীগ নেতা নওয়াব আলী মিয়া ও মুকুন্দ বালা তাদের আন্দোলন করতে বাঁধা দেন। এর প্রতিবাদে ১ ফেব্রæয়ারী জলিরপাড় স্কুলের শিক্ষক ও কমিউনিস্ট নেতা সত্যেন্দ্রনাথ বারুরীর নেতৃত্বে ছাত্র সমাজ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।এদিন সকাল থেকে মাদারীপুরের খালিয়া,উল্লাবাড়ী, মুকসুদপুরের বেদগ্রাম,ননীক্ষীর,গোহালা,বানিয়ারচর থেকে প্রায় ২ হাজার ছাত্র জনতা জলিরপাড় বাজারে এসে জমায়েত হন।তাদের সঙ্গে ছিলেন খালিয়া রাজারাম ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র মহানন্দ সরকার। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ,বাংলাদেশ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার কর করতে হবে-ইত্যাদি শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাদের বাঁধা দেয়। ছাত্ররা পুলিশের বাঁধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে।এ নিয়ে ছাত্র পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা,ইট-পাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে।ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়।পুলিশ জলিরপাড় টোল অফিসে আশ্রয় নেয়। দুপুরে ছাত্ররা আবার সংগঠিত হয়ে মিছিল বের করে টোল অফিস(পুলিশ ফাড়ি)এর পুলিশের ওপর হামলা চালায়।মহানন্দ সরকার অফিসের জানালা ভেঙ্গে ফেললে পুলিশ এলোপাতাড়ি গুলি বর্ষণ শুরু করে। এ সময় মহানন্দ সরকার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।পুলিশের গুলিতে উড়ে যায় নান্টু সরকারের ডান হাত।ঐ দিন গুলিবিদ্ধ হন অন্তত ১৫ জন। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা পুলিশের গানবোট পুড়িয়ে দেয় এবং পুলিশের উপর হামলা চালায়।আন্দোলন নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ আসলে আ.রাজ্জাক মুন্সি,আঃ লতিফ কাজী, মনোহর বৈরাগী ও মিহির বৈরাগীকে গ্রেফতার করে। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পুলিশের গুলিতে নিহত মহানন্দ সরকারের লাশ পোস্ট মর্টেমের জন্য গোপালগঞ্জ মর্গে নিয়ে যায় পুলিশ।পোস্ট মর্টেম শেষেও মহানন্দের লাশ তার আত্মীয়স্বজনের নিকট ফেরত দেয়নি পুলিশ।মহানন্দ সরকার ছিলেন বৃহওর ফরিদপুর জেলার মধ্যে প্রথম শহীদ ছাত্র। বর্তমান সরকার অর্ধ শতাব্দি পরে শহীদ মহানন্দ সরকারের নামে তার পৈত্রিক বাড়ী খালিয়া ইউনিয়নের পলিতা গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ করায় খুশি এলাকাবাসী। তার সম্মানে যেমন স্মৃতি সৌধ নির্মাণ করা হয়েছে, তেমনিভাবে তাকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মাণে ভূষিত করা হলে শহীদ মহানন্দ সরকারের আত্মার শান্তির পাশাপাশি বৃহত্তর ফরিদপুরবাসীর মধ্যে মহাজাগরণের সৃষ্টি হবে এমনটাই প্রত্যাশা করছেন মাদারীপুরের জনগন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

add 720x200

Leave a Reply




add 300x600

উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক