মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
এক্সপ্রেসওয়ের শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৯, আহত ১৫ শিবচরে স্কুলগামী শিশু ছাত্রীকে ধর্ষন, ৬০ উর্ধ্ব চাতাল মালিক গ্রেফতার ছবির শুটিংয়ে এসে শিবচরের দৃষ্টিনন্দন স্থাপনা দেখে নায়ক ফেরদৌসের মুগ্ধতা , ফেসবুকে ২টি ভিডিও পোস্ট পদ্মা পাড় ও দক্ষিনাঞ্চলের মানুষের জীবন সংগ্রাম ও পদ্মা সেতুর বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা “দখিন দুয়ার”# নায়ক ফেরদৌস,নায়িকা শিমলাকে নিয়ে শুটিং চলছে পদ্মার পাড়ে রাজৈরে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার বিএনপি নির্বাচনে বৈধ নির্বার হওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা বলছে- শাজাহান খান অনন্ত দশ মহাকালী পূজা উপলক্ষে মাদারীপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠান ইউনিয়ন পরিষদে বসে না ইউপি সচিব, টাকার ঘ্রাণ ছাড়া মেলে না দেখা বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল–রাজৈরে শাজাহান খান এমপি এশিয়ার সর্ববৃহৎ কনভেনশন সেন্টার হবে পদ্মার পাড়ে -চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
দেশের প্রথম উপজেলা হিসেবে স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা,চীফ হুইপ,আইসিটি প্রতিমন্ত্রীসহ একাধিক এমপি

দেশের প্রথম উপজেলা হিসেবে স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা,চীফ হুইপ,আইসিটি প্রতিমন্ত্রীসহ একাধিক এমপি

3C9820B1-EC0D-4AF5-A916-55E1829F3199

add 720x200

প্রদ্যুৎ কুমার সরকারঃ দেশের প্রথম উপজেলা হিসেবে স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। একই সময় জেলার শিবচরের প্রত্যেকটি ইউনিয়নে স্থাপিত ৮শ৮০টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে জেলার শিবচরের চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি স্মার্ট শিবচরের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাজাহান খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, বেগম নাহিদ ইজাহার খান এমপি, বেগম খাদিজাতুল আলম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম । সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন। একই চত্ত¡রে অতিথিরা এফ.আর. খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার অনুষ্ঠানে যোগদান করেন।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, শিবচর একসময় অবহেলিত এক উপজেলা ছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারনে আমরা আধুনিক উন্নত উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের কথা বলছেন তার কার্যক্রম আজ শিবচর থেকে শুরু হলো। আমি তাই সবাইকে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনে যে টাইমলাইন দিয়েছেন তার আগেই আমরা মাদারীপুরকে স্মার্ট হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে চীফ হুইপ স্যারের চিন্তা ও পরিকল্পনায় অনেক স্মার্ট তাই সহজেই এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এসময় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, স্মার্ট বাংলাদেশে যেতে আমাদের কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জিং আছে। মূল চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের টেকনোলজিটা। আমাদেরকে ফাস্ট স্পীডি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, মডার্ন কম্পিউটিং এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বিষয়গুলি যদি আমরা তারাতারি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা সাংঘাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় পড়বো। কিন্তু আজকে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমেই আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

add 720x200

Leave a Reply




add 300x600

উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক