বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮ অপরাহ্ন
রাজৈর সংবাদদাতাঃ মাদারীপুরের রাজৈরে উপজেলার রাজৈর বেপারীপাড়ায় এক প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে হামলা, ভাংচুর, প্রবাসীর পিতাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী চাচাতো ভাইয়েরা অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। জমিসংক্রান্ত বিরোধে হামলা করেছে বলে দাবি করেছে ভুক্তভোগী প্রবাসী পরিবার। এ ঘটনায় বিচার দাবী করছে ওই পরিবার ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, (১ ফেব্রুয়ারী) বুধবার দিবাগত রাত ১০টায় ফদির বেপারী, মুরাদ বেপারী ও টুটুল বেপারীসহ ২০/২৫ জনের একটি দল বেশীয় অস্ত্র দা, লাঠি ও সাবল দিয়ে হামলা চালায়। এসময় প্রবাসী মোহাম্মদ রাজিবের নির্মাণাধীন বাড়িঘর তছনছ ভাংচুর চালায়। একপর্যায়ে প্রবাসীর পিতা ইসমাইল বেপারী(৭০) কে দা দিয়ে মাথায় কোপ দেয় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
প্রবাসী মোহাম্মদ রাজিব জানায়, ওরা আমার নির্মাণাধীন বাড়িঘর তছনছ ও ভাংচুর করে দিয়ে, আমার বৃদ্ধ পিতাকে কুপিয়ে জখম করেছে। আমি এর বিচার চাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন জানান,ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।