আকাশ আহম্মেদ সোহেল: মাদারীপুরের রাজৈরে বীর মুক্তিযোদ্ধা শ্রীশ্রী রেপুতি কুমার মন্ডল মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাতটার সময় উপজেলার দক্ষিণ রাজৈর গ্রামে তার নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
শুক্রবার বেলা ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ কীর্তি সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলেন ৮৫ বছর। তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Comments