মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ বিএনপি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে। একটি রাজনৈতিক দল গনতান্ত্রিক আন্দোলন করবে তাতে কোন বাধা আসবে না। পূর্বে বাংলাদেশের জনগন বিএনপির চরিত্র যা দেখেছে তাতে মনে হয় এটি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল এবং সন্ত্রাস সৃষ্টিই তাদের মূল কাজ। সেজন্যই আমরা প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করছি। বিএনপি চায় তারা খালি মাঠে গোল দিবে। সেই পরিস্থিতি বাংলাদেশে নেই। আওয়ামীলীগ একটি প্রাচীনতম দল। যে দলের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সংগঠন রয়েছে। সে দলকে মোকাবেলা করার ক্ষমতা বিএনপির নেই। বিএনপির চরিত্র হল মানুষ হত্যা করা, লুটতরাজ, অত্যাচার, নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের যে মোলিক দিক এবং চেতনা সেগুলো তারা ধ্বংস করেছে। দেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধর চেতনার ভিত্তিতে এবং বাংলাদেশ আওয়ামীলীগ দেশের জন্য উন্নয়ন করেছে। জনগনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ছি। বস্ত্রের অভাব নেই। গরীবদের জন্য লক্ষ লক্ষ বাড়ি-ঘর করে দিয়েছে আওয়ামীলীগ। সুতরাং এগুলো যদি অব্যাহত রাখতে হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে। বিএনপি নাশকতা এবং সন্ত্রাস যাতে সৃষ্টি করতে না পারে সেজন্য সবাই মিলে শান্তি সমাবেশে যোগ দিতে হবে। কথাগুলো বলছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি (মাদারীপুর-২)। তিনি শনিবার দুপুরে রাজৈর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শওকত আলী হাওলাদারের কবর জিয়ারত শেষে এগুলো বলেন। একই সময় তিনি রাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং খালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান্যান শামসুল হক(শাম) হাওলাদরের কবর জিয়ারত করেন। এ সময় রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, এমপির স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান্যান ফরিদা হাসান পল্লবী, জেলা পরিষদের সাবেক সদস্য নুর জহান পারুল, যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, এমপির নবম নির্বাচিত পিএ মনিরুল ইসলাম সুমন তালুকদার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান্যানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।