শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন
প্রদ্যুৎ কুমার সরকারঃ মাদারীপুরের শিবচরে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছে। নিহত তাবলীগ জামাতে যাওয়ার উদ্দ্যেশে ভিসার জন্য ঢাকায় যাচ্ছিল।
জানা যায়, উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্তপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক মোঃ কামরুজ্জামান (৪০)ও তার ছোট ভায়রা মোঃ জাহিদ হাসান(৩৫) মঙ্গলবার সকালে শশুরবাড়ি থেকে মটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিল। মটরসাইকেলটি শিবচরের শেখপুর এলাকায় পৌছালে বিপরিতমুখী বালু বোঝাই দ্রæতগতির ট্রাকের(ঢাকা মেট্রো ট ১৮-৩১৩২) সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ কামরুজ্জামানের মৃত্যু হয়। কামরুজ্জামান তাবলীগ জামাতে যাওয়ার উদ্দ্যেশে ভিসার জন্য ঢাকায় যাচ্ছিল। তিনি মরহুম আঃ রব ফকিরের ছেলে। তার ৪ বছরের এক ছেলে রয়েছে।
শিবচর থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, দূর্ঘটনায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।