শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
বিনয় জোয়ারদারঃ মাদারীপুরের রাজৈরে পুকুর থেকে রামানন্দ বিশ্বাস (৬০) নামে এক সেবাইতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘীরপাড় গনেশ পাগল সেবাশ্রমের গোবিন্দ মন্দির সংলগ্ন পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয় । নিহত রামানন্দ বিশ্বাস ওই এলাকার মৃত ভক্ত বিশ্বাসের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গনেশ পাগল সেবাশ্রমের বটতলা মন্দিরের সেবাইত রামানন্দ বিশ্বাস মঙ্গলবার রাতে সেবাশ্রমের শ্মশান কালী মন্দিরে পূজা শেষে নিখোঁজ হয় । এর পর তার পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর বুধবার সন্ধ্যায় রামানন্দ বিশ্বাসের লাশ ওই পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয় । পরে কদমবাড়ী ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।