সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রবিবার মাদারীপুরের রাজৈরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা প্রকৌশলী গবেষনা ইনষ্টিটিউট নির্মান হবে শিবচরে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ,চীফ হুইপসহ বিশেষজ্ঞদের স্থান পরিদর্শন আজ ৫ জ্যৈষ্ঠ মাদারীপুরের রাজৈর উপজেলার সেন্দিয়া গণহত্যা দিবস রাজৈরে সার্জিক্যাল (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন রাজৈরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী যুবক নিহত রাজৈরের কদমবাড়িতে পুকুর থেকে এক সেবাইতের লাশ উদ্ধার জাটকা বিক্রির দায়ে শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ  পদ্মা রেল সেতু ও রেল লাইন দিয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে বড় ঋনী করলেন-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী
রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ 

রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ 

1C3BF04B-E800-479F-BC38-1FC3425A0FA5

add 720x200

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামী সুজন বাইনের (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত গৃহবধূ মিতা মন্ডল (২১) একই উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মন্ডলের মেয়ে । তার ৩ বছরের সুদর্শন নামে একটি পুত্র সন্তান রয়েছে । নিহত গৃহবধূ মিতা মন্ডলের স্বামী সুজন বাইনের দাবি, তাকে হত্যা করা হয়নি, সে আতœহত্যা করেছে । পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরন করেছে ।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মন্ডলের মেয়ের সাথে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের ৫বছর পূর্বে  বিয়ে হয় । বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল । মঙ্গলবার গভীর রাতে এই কলহের জের ধরে স্বামী সুজন বাইন তার স্ত্রী মিতা মন্ডলকে হত্যা করে দোতালা ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছেন মিতার বাবা শংকর চন্দ্র মন্ডল।
নিহত গৃহবধূর পিতা শংকর চন্দ্র মন্ডল জানায়, বিয়ের পর তাদের একটি ছেলে সন্তান হয় । ছেলের জম্মের পর থেকেই তার চোখের নেত্রনালী বন্ধ থাকায় চিকিৎসার জন্য মাঝে মধ্যে ইন্ডিয়া যেতে হতো । ইন্ডিয়া যাওয়া আসার খরচ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল । এরই জেরে আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আতœহত্যা করেছে বলে প্রচার করছে ।
তবে অভিযুক্ত সুজন বাইনের দাবি, তাকে আমি হত্যা করিনি, সে আত্মহত্যা করেছে । আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে ।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে ।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

add 720x200

Leave a Reply




add 300x600

উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক