বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪ অপরাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
মাদারীপুরের রাজৈরের সেন্দিয়ায় ৭১এর গণহত্যায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৭দফা দাবি বাস্তবায়নের দাবিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত ৩শ টন পাথর নিয়ে মালবাহী ট্রেন পদ্মা সেতু পাড়ি দিল মাত্র ৫ মিনিট ১১ সেকেন্ডে, ৮০ কিমি গতি বেগেও সফল ট্রায়াল পদ্মা সেতুর পাশেই ১৫শ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজ উদ্বোধন  রাজৈরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার রাজৈরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বিপুল পরিমান চায়না দুয়ারী ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত মাদারীপুরে দুইদিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত মাদারীপুরে সনাতন সম্প্রীতি সংঘের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন রাজৈরের পাইকপাড়ায় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাংচুর, আহত-২৫ জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষে রাজৈরে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরন
রবিবার মাদারীপুরের রাজৈরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা

রবিবার মাদারীপুরের রাজৈরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা

kadambari

add 720x200

নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে ২৮মে থেকে শুরু হচ্ছে এবারের ৩দিন ব্যাপী ‘কুম্ভমেলা’ বা কামনার মেলা। মহামানব গনেশ পাগলের এ মেলায় ভক্তরা আসেন পূণ্য অর্জনের জন্য। মেলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে বসেছে সারি সারি দোকান।এসব দোকানে পাওয়া যাচ্ছে পছন্দের সব জিনিসপত্র। আয়োজকরা বলছেন,এ মেলায় এক সপ্তাহ আগে থেকেই ভক্তবৃন্দ ও দোকানীরা আসছেন মেলায়। দোকানীরা বসছেন পসরা সাজিয়ে। দিন দিন মেলার জনপ্রিয়তা বাড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটছে।এদিকে মেলায় আগত মানুষের নিরাপত্তায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ২৮মে ১৩ই জ্যৈষ্ঠ শুরু হচ্ছে মাদারীপুরের রাজৈরের কদবাড়ির দিঘীরপাড় মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে দেশের অন্যতম কুম্ভ মেলা। হিন্দু ধর্মাম্বলীদের শাস্ত্রমতে সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার,প্রয়াগ,উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে ভারতীয় মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন। শত বছর পূর্বে জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখে ১৩ জন সাধু ১৩ সের চাল ও ১৩ টাকা নিয়ে রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় ভারতের কুম্ভমেলাকে অনুসরণ করে এ মেলার আয়োজন করেন। সেই থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ীর দীঘিরপাড় শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রমে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।এক রাতের মেলা হলেও মেলা চলে সপ্তাহ ব্যাপী। প্রায় ২৫ থেকে ৩০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটে এ কুম্ভমেলা বা কামনার মেলায়। রবিবার সকাল থেকেই দলে দলে জয় ডংকা ও নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে জয় হরিবল ও জয়বাবা গনেশ পাগল ধ্বণি করতে করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্যাসী ও ভক্তবৃন্দরা বাসে, ট্রাকে, ট্রলারে ও পদব্রজে মেলা প্রাঙ্গনে আসতে শুরু করে। খুলনা, বরিশাল,পিরোজপুর,সাতক্ষীরা,রাজশাহী,বগুড়া,চিটাগং,রংপুর,যশোর,খুলনা,ফরিদপুর,রাজবাড়ী,নারায়নগঞ্জ,গোপালগঞ্জ,গৌরনদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে মানুষ আসে।এছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত,নেপাল,শ্রীলঙ্কা ও অন্যান্য রাষ্ট্র থেকেও বহু ভক্তবৃন্দ আসে ঐতিহ্যবাহী এ কামনার মেলায়।এ মেলায় আসা হাজার হাজার সাধু সন্ন্যাসী ও আর ভক্তরা একতারা আর দোতারায় সুর দিয়ে সারা রাত মেতে থাকেন। আয়োজন করা হয় ছোট বড় অর্ধশতাধিক প্যান্ডেলে বাউল সঙ্গীতানুষ্ঠানের। গভীর রাত পর্যন্ত চলে অর্ধ লক্ষাধিক ভক্তদের মধ্যে ভক্তসেবা কমিটির প্রসাদ বিতরন।

এ মেলা উপলক্ষে প্রায় ৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বসেছে সারি সারি নানা রকমের দোকান।পুরো মেলাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এদিকে লাখ লাখ ভক্তদের উপস্থিতিতে মোবাইল নেটওয়ার্কে কাজ না করায় যোগাযোগ ব্যাবস্থা ভেঙ্গে পড়ে। ফলে যোগাযোগ ব্যাবস্থা সুগম করতে একটি ভ্রাম্যমান টাওয়ার নির্মাণ করা হয়েছে গ্রামীণ ফোন। দেশ বিদেশ থেকে আসা এসব সাধু সন্ন্যাসী ও ভক্তরা ১০৮টি মন্দির দর্শন,প্রার্থনা,আরাধনা,পূজা-অর্চণা,ধর্মীয় সঙ্গীত,নৃত্য-বাদ্য বাজনা পরিবেশনের মধ্য দিয়ে রাত অতিবাহিত করেন। এ মেলা উপলক্ষে ৭ দিন পুর্ব থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসে দোকানিরা।বাঁশ বেতের শিল্প কারু কাজ খচিত গৃহস্থালী মালামাল,মৃৎ শিল্প বা মাটির তৈরী তৈজসপত্র,বাহারী মিষ্টি,দৃষ্টি আকর্ষনীয় খেলনা ও বাহারী প্রসাধণী পণ্য দিয়ে সাজিয়ে বসছে কমপক্ষে ২ সহস্রাধিক বিভিন্ন ধরনের স্টল।তবে বেশী ভীড় জমে মিষ্টির দোকান ও হোটেলে।

মেলার হাজারো দোকনে পছন্দের জিনিস সুলভে কিনতে পেরে খুশি ক্রেতারা।আর বিকিকিনি বাড়ায় খুশি বিক্রেতারা।

মহামানব শ্রীশ্রী গনেশ পাগল সেবাশ্রম সংঘের সভাপতি প্রণব বিশ্বাস বলেন,মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।অনুষ্ঠানে আগত ভক্তদের আপ্যায়ণের জন্য চিড়া,গুড়,চাল,ডাল ও খিচুরী প্রসাদের আয়োজন করা হয়েছে। মেলা উদযাপনের সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলা ও পুলিশ প্রশাসন মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ফকির বলেন,আইন শৃংখলা রক্ষার জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শতাধিক পুলিশ বিভিন্ন স্থানে নিয়োজিত থাকবে। বাংলাদেশ যে একটি শান্তি সম্প্রীতির দেশ,ধর্মীয় সম্প্রীতির দেশ কুম্ভমেলা শান্তিপূর্ণভাবে সম্পন্নের মধ্যে দিয়ে তা ফুটে উঠবে বলে তিনি মনে করেন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

add 720x200

Leave a Reply




add 300x600

উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক