আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরের রাজৈর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান। শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শেষে সকল নেতাকর্মীদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) সাহাবুদ্দিন শাহা মিয়া, এমপি পুত্র আসিবুর রহমান খান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
Comments