বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
নিত্যানন্দ হালদারঃ সামাজিক অবক্ষয় রোধ ও সমাজের কল্যাণ সাধনে কাজ করার প্রত্যয় নিয়ে মাদারীপুর সনাতন সমাজ কল্যাণ সংঘ নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংঘটনের যাত্রা শুরু হয়েছে । শনিবার মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর শ্রীশ্রী পতিত পাবন সেবাশ্রম সংঘে দিনব্যাপী জেলার বিভিন্ন ইউনিয়নের সুধিজনের উপস্থিতিতে এক সমাবেশের মধ্যে দিয়ে এ সংগঠনের আত্ম প্রকাশ ঘটে । সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীন ব্যক্তিত্ব সুশেন চন্দ্র হালদার।
উত্তম বাগচীর অনুষ্ঠান সঞ্চালনায় সমাজের অবক্ষয় রোধ ও সমাজের কল্যাণ সাধনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন বৈদ্য,সুনিল বাড়ৈ,কাত্তিক রায়,যতিন ভক্ত,নরেশ ভক্ত,কৃষ্ণকান্ত ভক্ত,সতীশ চন্দ্র বাড়ৈ,লক্ষ্মণ করাতী,সুধাংশু সরকার,দেবদুলাল বালা,কাত্তিক ভক্ত, বলারাম বেপারী,অবনী ভূষণ মন্ডল, রবীন্দ্র বাড়ৈ, সুবাস চন্দ্র মন্ডল, সুবাস চন্দ্র ভক্ত,অনন্ত মাঝি, আনন্দ চন্দ্র পান্ডে,সঞ্জয় বাগচী, অমল কৃষ্ণ বিশ্বাস, বিশ্বজিৎ হালদার,পঙ্কজ মন্ডল, রমেন বিশ্বাস, নিত্যানন্দ বিশ্বাস, জয়দেব সরকার,এ্যাড.যতিন সরকার, ও নিত্যানন্দ হালদার প্রমুখ।
সভা শেষে বিকালে সুশেন চন্দ্র হালদারকে আহবায় ও উত্তম বাগচীকে সদস্য সচিব করে মাদারীপুর সনাতন সমাজ কল্যাণ সংঘের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি করা হয়।