মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের বৃন্দাবন যাত্রা উপলক্ষে ঢাকা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আয়োজন করা হয় ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সভা। শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবায় বাংলাদেশের বিভিন্ন জেলার ভক্তসংঘের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। বৃন্দাবন ধাম তীর্থ ভ্রমনকারীরা হলেন ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা তপন মল্লিক, সহ-সভাপতি শ্যামল মন্ডল,সাধারন সম্পাদক যোগেশ মন্ডল,সাংগঠনিক সম্পাদক পলাশ মল্লিক ও সিদ্ধেশ্বরী শ্রীশ্রী কালী মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নারায়ণ দত্ত।
দিনব্যাপী ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ, আলোচনা সভা ,শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ভগবদ গীতা দান, ক্রেস্ট প্রদান, উত্তরীয় পরিধান ও নরনারায়ণ সেবা।
ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক প্রিয়তোষ কান্তি বিশ্বাস, শ্রীমদ্ভাবগবত পাঠ করেন নবাবগঞ্জ চন্দ্রখোলা শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ চৈতন্য দাস,শ্রীমদ্ভগবদ গীতা দান করেন চন্দ্রখোলা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের ব্রহ্মচারীনি শ্রীমতি রুপারাধা দাসী।
ভক্তসংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ভক্ত সম্মেলন ও বৈষ্ণব সেবানুষ্ঠানে বৃন্দাবনধামের ভগবান শ্রীকৃষ্ণের পরম লীলা কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন তপন মল্লিক, শ্যামল মন্ডল,যোগেশ মন্ডল,পলাশ মল্লিক ও নারায়ণ দত্ত।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সনাতন ধর্মের ভাব তত্ত্বের বিভিন্ন দিক তুলে ধওে ভক্ত সম্মেলন ও বৈষ্ণবানুষ্ঠানে বক্তব্য রাখেন ভক্তসংঘের উত্তম বাকচী,মিলি বৈদ্য,রামগোপাল সরকার,মিন্টু সেন রাজ,সুনিল বালা,সুধীর দেবনাথ, মনোরঞ্জন অধিকারী,রনজিৎ ব্রহ্মচারী,দিলীপ অধিকারী,পীযূষ বাড়ৈ,রাম সরকার,জয়দেব সরকার,সমীর হালদার, স্বপন বিশ্বাস,সত্যেন্দ্রনাথ বেপারী,আনন্দ মন্ডল,অনন্ত মাঝি,শিল্পী ভাবুক, প্রভাষক,সাংবাদিক নিত্যানন্দ হালদার প্রমুখ।
অনুষ্ঠানের শেষার্ধে নরনারায়ণ সেবা,উত্তরীয় দান,ক্রেস্ট প্রদান,গীতা দান ও প্রার্থনার মধ্যে দিয়ে বৈষ্ণব সেবা ও ভক্ত সম্মেলন শেষ হয়।