শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
বিনয় জোরদারয়াঃ “ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপিতহয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকাল ১১ টায় এক বর্ণাঢ্যর্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন, মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে আছমত আলী খান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, সহকারী কমিশনার(ভূমি) খাদিজা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক ছলাকার প্রমুখ।