বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
নিত্যানন্দ হালদারঃ সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুর সনাতন সম্প্রীতি সংঘের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকেলে মাদারীপুর পাঠককান্দি শ্রীশ্রী প্রণব মঠে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল । মাদারীপুর সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি ডাঃ অখিল সরকারের সার্বিক তত্ত্বাবধানে ও অনুষ্ঠান সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর শ্রীশ্রী প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দজী মহারাজ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেবতী মোহন সরকার,মাদারীপুর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবুল চন্দ্র দাস, জেলা পরিষদের সাবেক সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট যতিন চন্দ্র সরকার,মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান,নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পরিচালক ডাঃ শক্তিরঞ্জন মন্ডল,মাদারীপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক সুনিল হালদার, মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট যোগেশ চন্দ্র ভৌমিক,মাদারীপুর জেলা পূজা উযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র শীল,বাংলাদেশ মতুয়া সম্প্রদায় কেন্দ্রীয় কমিটির সভাপতি সমর কৃষ্ণ বিশ্বাস,সনাতন সম্প্রতি সংঘের সাধারণ সম্পাদক সুরঞ্জিত সরকার লিটু,সিনিয়র সহ-সভাপতি আশিষ কুমার বৈদ্য,যুগ্ম সাধারণ সম্পাদক শচীন গাঙ্গুলী,প্রভাষক নিহার পুইস্তা, শিক্ষক সুশান্ত কুমার মন্ডল,জনতা ব্যাংকের অফিসার বরুন মন্ডল,পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শুধাংশু মালো,অমল দত্ত,অমলেন্দু বিশ্বাস,বিবেকানন্দ মন্ডল,দোলন দে,শিক্ষক অনন্ত সরকার,রিপন চক্রবর্তী,শিক্ষক নিরঞ্জন ঘোষ,মাদারীপুর জেলা গীতা সংঘের সাধারন সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বিশ্বাস,উত্তম বাগচী,জয় সরকারসহ সনাতন সম্প্রীতি সংঘের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সনাতন সম্প্রীতি সংঘ শ্রীশ্রী প্রণব মঠে অর্ধ শতাধিক ফলজ,বনজ ও ফুলের চারা রোপন করেন।
অনুষ্ঠানের শেষার্ধে ডাঃ অখিল সরকারকে সভাপতি ও সুরঞ্জিত সরকার লিটুকে সাধারন সম্পাদক করে মাদারীপুর জেলা সনাতন সম্প্রীতি সংঘের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।