শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
নিত্যানন্দ হালদার,মাদারীপুরঃ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নসহ ৭দফা বাস্তবায়নের দাবিতে মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল-সন্ধ্যা গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।
গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখা সভাপতি শ্যামল কুমার দে এর সভাপতিত্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নসহ ৭দফা দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার সভাপতি প্রানতোষ মন্ডল,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সহ-সভাপতি হরিপদ দাস,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখা সাধারন সম্পাদক এ্যাড.বিমল চন্দ্র বাড়ৈ,যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.বিদ্যুৎ কান্তি বাড়ৈ,যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ সাহা,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক কমল তালুকদার,রাজৈর উপজেলা শাখার সভাপতি নিত্যানন্দ বিশ^াস,জাসদ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন খান সালু,পূজা উদযাপন পরিষদের মাদারীপুর সদর উপজেলা শাখার সভাপতি উত্তম পোদ্দার,সাধারন সম্পাদক সজল রায় সনাতন,মাদারীপু জেলা মতুয়া পরিষদের আহবায়ক অমল কৃষ্ণ বেপারী,মাদারীপুর পূজা উদযাপন পরিষদের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক দোলা রানী দে,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক ঝুমুর মন্ডলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ,বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ মাদারীপুর জেলা শাখার নেতৃবৃন্দ,সাংবাদকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠানে বিকালে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে। তিনি তার বক্তব্যে বলেন,সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নসহ ৭দফা দাবি জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়নের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট পাঠানোর ব্যাবস্থা করার আশ্বাস দেন। এবং পরে ফলের জুস ও জল পান করায়ে গণঅনশন ভাঙ্গান বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে।